জাতীয় পতাকার অবমাননা : মাস্কে তেরঙা পতাকার আদল ঘিরে ক্ষোভ

14th August 2020 9:12 am মালদা
জাতীয় পতাকার অবমাননা : মাস্কে তেরঙা পতাকার আদল ঘিরে ক্ষোভ


দেবাশীষ পাল ( মালদা ) : করোনা আবহে মাস্কে জাতীয় পতাকার প্রতীকী ব্যবহার। উঠছে জাতীয় পতাকা অবমাননার প্রশ্ন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে অন্যান্য মাস্কের সাথে পাল্লা দিয়ে বিক্রি হচ্ছে জাতীয় পতাকার প্রতীকী লাগানো করে মুখের মাস্ক। মালদা শহরের নেতাজি মোড় থেকে শুরু করে বিভিন্ন মার্কেটে পাওয়া যাচ্ছে এই মাস্ক। অভিযোগ উঠেছে এই মাস্ক ব্যবহার করার পর অনেকেই হয়তো মাটিতে ফেলে দেবেন। ফলে জাতীয় পতাকা অবমাননার আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও এই বিষয়ে বিক্রেতারা জানান যারাই জাতীয় পতাকার প্রতিকী লাগানো এই মুখের মাস্ক কিনছেন তাদের বলা হচ্ছে মাস্ক ব্যবহার করার পর বাড়ীতেই রেখে দিতে । বাইরে বা মাটিতে যাতে না ফেলেন তারা।  অন্যদিকে জাতীয় পতাকার প্রতীকী লাগানো মাস্ক বিক্রির তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বিশ্বজিৎ রায় জানান, করোনা আবহে জাতীয় পতাকার প্রতীকী লাগানো এই মাস্ক ব্যবহারের ফলে মুখের লালা থেকে শুরু করে অনেক কিছুই লাগবে। তাছাড়া অনেকেই এই মাক্স ব্যবহারের পরে যেখানে-সেখানে ফেলেও দিতে পারেন । তাই যারা এই মাস্ক কিনেছেন তাদের ব্যবহার না করার জন্য আবেদন জানান তিনি।  পাশাপাশি শহরের দোকানগুলিতে  এই মাস্ক যাতে বিক্রি না হয় তার জন‍্য পথে নামবে বিজেপি যুব মোর্চা বলে দাবী। 





Others News